চিকেন মোমো/Chicken Momo তুলতুলে নরম চিকেন মোমো
চিকেন মোমো/Chicken Momo
তুলতুলে নরম চিকেন মোমো
উপকরণ
১কাপ চিকেন কুচি
১ চা চামচ পিয়াজ কুচি
১ চা চামচ রসুন কুচি
১চা চামচ আদা কুচি
১/২ চা চামচ কাচাঁ মরিচ কুচি
১/২ চা চামচ লবণ
১/২ চা চামচ ভিনেগার
১ চা চামচ মরিচ গুঁড়া
২কাপ ময়দা
২ টেবিল চামচ সাদাতেল
রান্নার নির্দেশ সমূহ
১ প্রথমে চিকেন ভিনিগারে ভিজিয়ে আধ ঘণ্টা রেখে একটা পাত্রে তুলে নিলাম । এরপর পিয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লবণ মরিচ গুঁড়া চিকেন মেখে আধঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম । মোমোর পুর তৈরি হয়ে গেল ।
২ ময়দা তেল ও লবণ দিয়ে ভালো ভাবে মেখে চিকেন পুর ভরে মোমো তৈরি করে নিলাম
৩ একটা পাত্রে পানি ফুটিয়ে তার ওপর থালায় মোমোগুলো রেখে ভাপে সিদ্ধ করে নিলাম
৪ তৈরি হয়ে গেল চিকেন মোমো । সসও স্যুপ সহযোগে পরিবেশন করলাম ।