চিকেন স্যান্ডউইচ/Chicken Sandwich
চিকেন স্যান্ডউইচ/Chicken Sandwich
প্রয়োজনীয় উপকরন:
🍂 ব্রেড
🍂 চিকেন
🍂 মেয়োনিজ
🍂 টমেটো সস
🍂 বাটার
🍂 প্রথমে চিকেন টাকে পরিমাণ মত পানি দিয়ে সিদ্ধ করে নিবেন। সিদ্ধ করার সময় এক চিমটে লবন দিবেন। সিদ্ধ হয়ে গেলে হতের সাহায্যে ছোট ছোট পিস করে নিবেন।
চিকেন এর সাথে মেয়োনিজ, টমেটো সস,চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ।
🍂 এবার ব্রেড টাকে চারপাশে কেটে নিব তারপর এক পিস এক পিস করে বাটার লাগিয়ে নিব
🍂 চিকেন এর মেরিনেট থেকে অল্প অল্প করে এক পিস ব্রেড এ লাগিয়ে নেওয়ার পর আর এক পিস ব্রেড উপরে দিয়ে দিব।
🍂 চুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করুন
🍂 হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ