চিকেন স্ট্রিপ (1 Kg) /Chicken Strips চিকেন স্ট্রিপ করার যে কত রকমের হতে পারে তার কোনো তালিকা নেই। আমি এখন খুব সহজভাবে চিকেন স্ট্রিপ ফ্রাই করছি। এই ফ্রাইটি আমি যেভাবে করেছি, হুবহু সেভাবে করলে দেখবেন ফ্রাই কতটা তুলতুলে ও জুসি হতে পারে। ফ্রাইটা আবার আপনারা প্রস্তুত করেও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অন্তত ১ মাস। ভাজার পরেরও এই ফ্রাইটা অনেক সময় ধরে ক্রিসপি থাকবে, তাই বাচ্চারাও স্কুলের টিফিনে নিয়ে যেতে পারবে।
চিকেন স্ট্রিপ (1 Kg) /Chicken Strips
চিকেন স্ট্রিপ করার যে কত রকমের হতে পারে তার কোনো তালিকা নেই। আমি এখন খুব সহজভাবে চিকেন স্ট্রিপ ফ্রাই করছি। এই ফ্রাইটি আমি যেভাবে করেছি, হুবহু সেভাবে করলে দেখবেন ফ্রাই কতটা তুলতুলে ও জুসি হতে পারে। ফ্রাইটা আবার আপনারা প্রস্তুত করেও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অন্তত ১ মাস। ভাজার পরেরও এই ফ্রাইটা অনেক সময় ধরে ক্রিসপি থাকবে, তাই বাচ্চারাও স্কুলের টিফিনে নিয়ে যেতে পারবে।
তৈরী করতে লাগছে –
চিকেন স্ট্রিপ
সয়সস ১ চা চামুচ
লবণ ০.২৫ চা চামুচ (ডার্ক সয়সস দিলে লবণ দেবেন না)
ওয়েস্টার সস ১ টেবিল চামুচ
শুকনো মরিচের গুঁড়ি ১ টেবিল চামুচ
গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ