CALL US NOW

+8801707951278/01920302382

মাছের চপ/Macher Chop

৳60

৳50

Discription :

মাছের চপ/Macher Chop

Product Sku
#Macher-Chop
Delivery
BANGLADESH

মাছের চপ/Macher Chop


উপকরণ

যে কোনো মাছ (ভেটকি, রুই, ইলিশ) পাঁচছয়টি বড় টুকরা।

একটি বড় পাউরুটির টুকরা।

আদাবাটা ১ চা-চামচ।

আলু মাঝারি ৩টি।

পেঁয়াজ মিহিকুচি ১/৩ কাপ।

মরিচগুঁড়া ১ চা-চামচ।

ধনেগুঁড়া ১ চা-চামচ।

রসুনবাটা ১ চা-চামচ।

কাঁচামরিচ-কুচি ১ টেবিল-চামচ।

হলুদগুঁড়া ১ চা-চামচ।

ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ।

লবণ স্বাদমতো।

তেল ভাজার জন্য।

পদ্ধতি

মাছের টুকরাগুলো ভাপে সিদ্ধ করে কাঁটা বেছে নিন। আলু সিদ্ধ করে ভালোভাবে চটকে নিন। পাউরুটি পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলুন। এখন মাছ, আলু, রুটি খুব ভালো করে মিশিয়ে নিন। তেল বাদে বাকি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে হাতে অল্প অল্প করে নিয়ে পছন্দ মতো আকার দিন। কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করুন। গরম তেলে চপগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। ডুবো তেলে ভাজবেন আর খয়েরি রং ভাব এলে নামিয়ে পরিবেশন করুন। বিকালের নাস্তা কিংবা পোলাও, বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগবে।