রসুনের আচার/Rasoner Achar
রসুনের আচার/Rasoner Achar
উপকরণ:
২৫-২৬ টা রসুন কোয়া
১ টেবিল চামচ আদা কুচি
৩-৪ টে কাঁচালঙ্কা
১/৪ কাপ সর্ষের তেল
১চা চামচ মৌরি
১ চা চামচ মেথি
১ টেবিল চামচ কালো সর্ষে
১/২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১/২ টেবিল চামচ হলুদ
স্বাদমত নুন
১ টেবিল চামচ ভিনিগার
পদ্ধতি:
প্রথমে শুকনো কড়াই টে মৈরী, মেথি, গোটা সর্ষে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।
কড়াই তে তেল দিয়ে রসুনে দিয়ে ২মিনিট নেড়ে কাঁচালঙ্কা কুচি ও আদা কুচি দিয়ে ৩-৪ মিনিট অল্প আঁচে নেড়ে নিতে হবে।
এরপর ভিনিগার দিয়ে ভাজা,নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে নাড়তে হবে।
এরপর মশলা গুঁড়ো দিয়ে নেড়ে ঢাকা নিয়ে ২-৩ মিনিট রাখতে হবে।রসুন, আদা লঙ্কা ৯০%সেদ্ধ হয়ে আসবে।
এরপর নামিয়ে ঠান্ডা হলে কাঁচের বয়ানে বা শিশি তে রেখে দিন।