টমেটো ভর্তা/Tomato Vorta স্পেশাল টমেটো ভর্তা
টমেটো ভর্তা
স্পেশাল টমেটো ভর্তা রেসিপি
উপকরণ
ছোট টমেটো ২৫০ গ্রাম
পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ
শুকনা মরিচ ২টা
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
চিনি ১ চা চামচ
সরষের তেল ১ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি
শুকনা মরিচ তাওয়ায় টেলে বিচিসহ গুঁড়ো করে নিতে হবে। টমেটোর গায়ে তেল লাগিয়ে তাওয়ার ওপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় তুলে সব দিক সমানভাবে পুড়িয়ে নিতে হবে। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে চটকে পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, চিনি, লেবুর রস, ধনেপাতা দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।